• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিলেন সেই শিক্ষার্থী

  জবি প্রতিনিধি

২৭ মে ২০১৯, ১৫:২০
জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ছবি : মো. আসিফ)

চাঁদা না দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রকে মারধরের ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

শনিবার (২৫ মে) বিকেলে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দুই নেতা, পাঁচ কর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০–১২ জনকে আসামী করে ঢাকা মহানগর পুলিশের সূত্রাপুর থানায় এ মামলা দায়ের করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন- কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুনিল দাশ আকাশ, উপ-পাঠাগার বিষয়ক ইয়াসিন আল অনিক, ছাত্রলীগ নেতা মোল্লা আল আম‌িন, মাসুদ, শুভ, নাদিম এবং সুমন। ভুক্তভোগী শিক্ষার্থী মাহমুদ হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

মাহমুদ হাসান জানান, ‘গত বৃহস্পতিবার রাতে কলেজের সামনে চাঁদা না দেওয়ায় তাকে মারধর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাতে কলেজ শাখা ছা্ত্রলীগের নেতাকর্মীরা তার সঙ্গে সমঝোতায় বসেন। পরে পুলিশের কাছে শনিবার বিকেলে দোষীদের বিরুদ্ধে মামলা করা হয়।’

কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার বলেন, ‘ছাত্রলীগের কারো বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ হয়, আমরা সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা আসামীদের প্রাথমিকভাবে শনাক্ত করেছি। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ‘আমরা পুলিশকে আগেই ঘটনাটি তদন্ত করার জন্য বলেছিলাম। ভুক্তভোগী শিক্ষার্থীর বিচার পাওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড