• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউজিসি চেয়ারম্যানকে শেকৃবি উপাচার্যের অভিনন্দন

  শেকৃবি প্রতিনিধি

২৭ মে ২০১৯, ১১:২০
শেকৃবি
নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ (ছবি : সম্পাদিত)

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

অভিনন্দন বার্তায় শেকৃবি উপাচার্য জানান, ‘একজন কৃতি শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলিষ্ঠ নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানসম্পন্ন উচ্চশিক্ষার উন্নয়ন আরও গতিশীল ও সমৃদ্ধি ঘটবে বলে আমার গভীর বিশ্বাস। আমি আশা করি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে আপনি একজন অবিভাবক হিসেবে আমাদেরকে সার্বিক সহযোগিতা, পরামর্শ এবং দিক নির্দেশনা দেবেন।’

একজন শিক্ষাবিদ তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শেকৃবি উপাচার্য। এছাড়া, তিনি অধ্যাপক কাজী শহীদুল্লাহর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড