• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জগন্নাথ ও ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ চুক্তি

  ক্যাম্পাস ডেস্ক

২৬ মে ২০১৯, ২১:২১
জবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাত
জবি উপাচার্যের সঙ্গে চিনের ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল (ছবি : সংগৃহীত)

দুই দেশের শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি গবেষণা খাতে আরও সহযোগিতা বৃদ্ধিতে এমওইউ চুক্তিতে ঐকমত্য পোষণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চিনের ইয়াংঝু বিশ্ববিদ্যালয়।

রবিবার (২৬ মে) চীনের ইয়াংঝু বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্য বিশিষ্ট শিক্ষকদের একটি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এই ঐকমত্য পোষণ করেন।

এর আগে প্রতিনিধি দলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের গবেষণাগার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মনিরা জাহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড