• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের হাসি ফোটাল সোনারগাঁও ইউনিভার্সিটি

  ক্যাম্পাস ডেস্ক

২৬ মে ২০১৯, ১৫:৩৭
ঈদবস্ত্র
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

‘ঈদ খুশির, ঈদ আনন্দের, ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে’ এ আদর্শকে ধারণ করে ঈদবস্ত্র বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাল রাজধানীর অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)।

শনিবার (২৫ মে) এক উৎসবমুখর পরিবেশে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ঈদের রঙিন পোশাক পেয়ে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠে সুবিধাবঞ্চিত শিশুরা। এ সময় সবার মুখে ছিল প্রাপ্তি ও খুশির ঝিলিক।

সুবিধাবঞ্চিত শিশু

সবার মুখে ছিল প্রাপ্তি ও খুশির ঝিলিক (ছবি : দৈনিক অধিকার)

ব্যবসায় অনুষদের ডিন আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির কোষাধক্ষ্য অধ্যাপক মো. আল-আমিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. এম নুরুল হুদা, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. এ. মাবুদ ও অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম।

সুবিধাবঞ্চিত শিশু

বাঁধভাঙা আনন্দে মেতে ওঠে সুবিধাবঞ্চিত শিশুরা (ছবি : দৈনিক অধিকার)

সোনারগাঁও ইউনিভার্সিটির রেজিস্ট্রার এস এম নুরুল হুদা বলেন, ‘সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রতি বছরই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু সুবিধাবঞ্চিত বা দুস্থ পথ শিশুই নয়, যে কোনো দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করি।’

এ ধরনের সামাজিক উন্নয়নমূলক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হওয়ার কারণ বা ভবিষ্যত পরিকল্পনা কী জানতে চাইলে তিনি বলেন, ‘সোনারগাঁও বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনায় ভালো করবে বা সুনাম অর্জন করবে এমন চিন্তা করে না। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের চর্চা ও বিকাশেও সচেষ্ট। আর এ জন্য সোনারগাঁও ইউনিভার্সিটি প্রশাসনকে ধন্যবাদ। কারণ তারা এই নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চার জায়গা করে দিয়েছে।’

সুবিধা বঞ্চিত শিশু

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সোনারগাঁও ইউনিভার্সিটির রেজিস্ট্রার এস এম নুরুল হুদা (ছবি : দৈনিক অধিকার)

তিনি আরও বলেন, ‘সব মানুষের মধ্যেই এসব মানবিক গুণাবলি থাকে, কিন্তু সেই গুণাবলির চর্চা যদি না করা হয় তাহলে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব নয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই চর্চার জায়গা করে দিয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাব রয়েছে। এ সকল সংগঠনের মাধ্যমেই নৈতিক গুণাবলির চর্চা করা হয়ে থাকে।’

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড