• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবির কর্মচারীদের পদোন্নতি নীতিমালা কমিটির সভা

  ক্যাম্পাস ডেস্ক

২৬ মে ২০১৯, ০৯:৫৫
বেরোবি
পদোন্নতি নীতিমালা কমিটির সভা (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদোন্নতি বা আপগ্রেডেশন নীতিমালা যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের লিঁয়াজো অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শুচিতা শারমিন, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, ঢাবির অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. ইলিয়াছ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক এবং সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মো. আবু হেনা মুস্তাফা কামাল (অব.)।

সভায় পরবর্তী‌তে অ‌ধিকতর বি‌শ্লেষণপূর্বক সময় উপ‌যোগী নীতিমালা প্রণয়ন ক‌রে অনু‌মোদ‌নের জন্য সি‌ন্ডে‌কেট সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃ‌হীত হয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড