• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুরির অভিযোগে হাজী দানেশের দুই শিক্ষার্থী আটক

  ক্যাম্পাস ডেস্ক

২৬ মে ২০১৯, ০৯:০৩
হাবিপ্রবি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

কম্পিউটারের যন্ত্রাংশ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (২৫ মে) বিকালে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আটকরা হলেন- ২০১৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী এস এম শরিফুল ইসলাম রাতুল ও কৃষি অনুষদের রায়হান আলী।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালিদ হোসেন জানান, চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আরও সন্দেহভাজন যারা আছে তাদের ব্যাপারে অধিক যাচাই-বাছাই করার জন্য তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ আলী ভবনের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) অনুষদের ২০১ নম্বর কক্ষ থেকে ১৩টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরি হয়। এর আগে ১৭ এপ্রিল রাতে একই অনুষদের পাঁচটি কম্পিউটারের যন্ত্রাংশ, তিনটি কম্পিউটার এবং একটি প্রজেক্টর চুরি হয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড