• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে নিজস্ব অর্থায়নে আইআইইআর ভবন নির্মাণকাজের উদ্বোধন

  ইবি প্রতিনিধি

২৫ মে ২০১৯, ১৮:৩৯
ইবিতে আইআইইআর ভবন নির্মাণ
আইআইইআর ভবন নির্মাণকাজের উদ্বোধন (ছবি : সংগৃহীত)

নিজস্ব অর্থায়নে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)- এর নিজস্ব ভবন নির্মাণকাজের উদ্বোধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

শনিবার (২৫ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় লেকের পাশে নির্মিতব্য ৫ তলা ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন কালে উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘আমি ভীষণ আনন্দিত যে নিজস্ব অর্থায়নে আইআইইআর ভবনটি নির্মিত হতে যাচ্ছে। এটি আমাদের আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার প্রতীক।’

তিনি বলেন, ‘৫শ ৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের আওতায় ৯টি দশতলা ভবনের নির্মাণকাজ এবং ১৯টি ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে বড় এ আয়োজন সফল করার জন্য উপাচার্য সকলের সহযোগিতা কামনা করেন।’

তিনি বলেন, ‘এর ফলে এই বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত এবং সেই সঙ্গে পঠন-পাঠন ও গবেষণাক্ষেত্র অসামান্য উচ্চতায় উন্নীত হবে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান বলেন, ‘আইআইইআর-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে।’

তিনি বলেন, ‘আইআইইআর-এর নিজস্ব ভবন নির্মাণকাজ সম্পন্ন হলে তা হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে একটি বড় ধরণের অগ্রগতি।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা বলেন, ‘আইআইইআর ভবনটি নিজস্ব অর্থায়নে নির্মিত হবে। ভবনটির নির্মাণকাজ নির্দিষ্ট সময়ে যেন সমাপ্ত হতে পারে সেজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।’

আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোহা. মেহের আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলীমুজ্জামান (টুটুল)।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, বর্তমান প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিচুর রহমান প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড