ক্যাম্পাস ডেস্ক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দ্বিতীয় ফাউন্ডেশন টেনিং কোর্সের তৃতীয় মাসের সেরা অংশগ্রহণকারীর পুরস্কার অর্জন করলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক মুস্তফা কাইয়ুম শারাফাত।
শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে তার হাতে তৃতীয় মাসের সেরা অংশগ্রহণকারীর পুরস্কার তুলে দেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এ সময় অস্ট্রেলিয়ার সিডনি ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. তানভীর ফিত্তীন আবির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কোর্স সমন্বয়ক এবং ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, দ্বিতীয় ব্যাচের কোর্স সিনিয়র ইমরানা বারী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মার্জিয়া সুলতানা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামীম হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সানজিদ ইসলাম খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মেহনাজ আব্বাসী বাঁধন।
ওডি/আরএআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড