• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউজিসি চেয়ারম্যানকে সিকৃবি উপাচার্যের শুভেচ্ছা বার্তা

  সিকৃবি প্রতিনিধি

২৪ মে ২০১৯, ১৪:১২
ইউজিসি চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা
সিকৃবি উপাচার্য ও ইউজিসি চেয়ারম্যান (ছবি : সম্পাদিত)

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

বৃহস্পতিবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

অভিনন্দন বার্তায় ড. মো. মতিয়ার রহমান বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো চমৎকার একজন অভিভাবক পেল। নবনিযুক্ত ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ একজন বিজ্ঞ ও বিচক্ষণ শিক্ষাবিদ।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী কাজী শহীদুল্লাহকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, গত মে মাসের ৭ তারিখে ইউজিসি চেয়ারম্যান হিসেবে আব্দুল মান্নানের মেয়াদ শেষ হয়। এরপর রুটিন দায়িত্ব পালন করছিলেন সিনিয়র সদস্য ইউসুফ আলী মোল্লা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড