• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়নুলের মুক্তির দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

  কুবি প্রতিনিধি

২৪ মে ২০১৯, ০০:১১
কুবি শিক্ষার্থীদের মানববন্ধন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থী ময়নুল ইসলাম আবিরের নিঃশর্ত মুক্তি ও শ্যামল চন্দ্র দাশ নামের ফেসবুক আইডির আসল পরিচয় উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।রফিকুল ইসলামের সঞ্চালনায় দুপুরে আবিরের নিঃশর্ত মুক্তি চাই বলে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে দাঁড়াতে দেখা যায়।

এ সময় আইসিটি বিভাগের শিক্ষার্থী সৈয়দ মাখদুম উল্লাহ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িক ভ্রাতৃত্ব ভঙ্গুরের অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। শ্যামল চন্দ্র দাশের আইডি ভুয়া হওয়ার পরেও অভিযোগের তীর কেন আবিরের দিকে যাবে? শ্যামলের পরিচয় আগে কুবিয়ানদের সামনে প্রকাশ করা হোক। কেন আবিরকে মামলা দেওয়া হবে?

তিনি আরও বলেন, অন্যায়ভাবে আবিরকে সাজা দেওয়া হলে বিশ্বরোড ব্লক করে আন্দোলন করা হবে। আমাদের দাবি কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের দাবি সত্য উদঘাটন করে সত্যের বিচারের পক্ষে।

আইন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী কামাল বলেন, আবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আশরাফ হোসাইন বলেন, সুষ্ঠু তদন্ত না করে কাউকে সাজা দেওয়া হলে, আমিও কোনো অপরাধ না করে সাজা পেতে পারি।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সুষ্ঠু তদন্ত না করে আবিরকে সাজা দিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, ধর্মীয় কটূক্তির অভিযোগে ময়নুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) এবং ৩১(১) ধারায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন উপপুলিশ পরিদর্শক খালেকুজ্জামান। মামলাটি বর্তমানে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড