• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সময়মতো তথ্য না পাওয়ায় র‍্যাংকিংয়ে নেই ঢাবি

  ঢাবি প্রতিনিধি

২১ মে ২০১৯, ১২:৩৯
ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

এশিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং নির্ণয়ের জন্য বার বার তথ্য চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাছ থেকে কোনো তথ্য পায়নি বলে জানিয়েছে টাইমস হায়ার অ্যাডুকেশন। এ কারণে তাদের করা এশিয়ার সেরা ৪০০ বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গা হয়নি।

চ্যানেল আই অনলাইনের এক ইমেইলের উত্তরে এমন তথ্য দিয়েছেন টাইমস হায়ার অ্যাডুকেশন।

ইমেইলের উত্তরে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটির এডিটোরিয়াল ডিরেক্টর ফিল বেটি জানান, ‘২০১৯ সালের র‌্যাংকিংয়ের জন্য গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগের বছরের মতো তথ্য জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমাদের টিম বার বার তাদের সঙ্গে ইমেইল এবং টেলিফোনে যোগাযোগ করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো তথ্য জানায়নি। এ কারণে সম্প্রতি প্রকাশিত ২০১৯ সালের র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা যায়নি।’

এ ব্যাপারে জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমরা কোনো উত্তর দেইনি, এটি সঠিক নয়। আমরা সম্প্রতি তাদের কাছ থেকে একটি ইমেইল পেয়েছি, আমরা সে বিষয়ে আমাদের একজন ডিনকে দায়িত্ব দিয়েছি তাদের সমুদয় তথ্য দেওয়ার জন্য। এটি খুব অল্প কিছুদিন আগের ঘটনা। আমরা ২৫ এপ্রিল তাদের ইমেইল পাই, কিন্তু ২৬ এপ্রিল অর্থাৎ পরদিনই তারা টেলিকনফারেন্স করতে চায়। এতো অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব ছিল না বলে তা হয়নি।’

২০১৮ সালের র‌্যাংকিং অনুযায়ী, বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালেয়ের অবস্থান ছিল ১০০০+ এবং এশিয়ার মধ্যে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড