• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইইউবিএটিতে ৮১তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম পালিত

  শিক্ষা ডেস্ক

১৯ মে ২০১৯, ১৯:১৭
ওরিয়েন্টেশন প্রোগ্রাম
আইইউবিএটিতে ৮১তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম (ছবি : সংগৃহীত)

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ৮১তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। রবিবার (১৯ মে) তুরাগ নদীর তীরে পার্ক ও লেক সম্বলিত আইইউবিএটির দৃষ্টিনন্দন গ্রিন ক্যাম্পাসের অডিটরিয়ামে নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, অ্যাকাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন- উপ-উপাচার্য অধ্যাপক ড.হামিদা আখতার বেগম, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়াসহ অন্যান্য অধ্যাপকরা।

অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধান, ডিরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড