• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষকের অর্থনৈতিক মুক্তির দাবিতে বাকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  বাকৃবি প্রতিনিধি

১৯ মে ২০১৯, ১৮:১৩
বাকৃবি
কৃষকের অর্থনৈতিক মুক্তির দাবিতে মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষকের অর্থনৈতিক মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৯ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যাংকের সামনের সড়কে ওই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে ধানসহ সকল কৃষি পণ্যের নায্য মূল্য নিশ্চিতকরণ, সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন করে সরাসরি কৃষকের নিকট থেকে উপযুক্ত মূল্যে ধান ক্রয়, কৃষকের নিরাপত্তায় কৃষিখাতে ভর্তুকি বৃদ্ধিসহ কৃষি বীমা চালু এবং সহজ শর্তে ও বিনা সুদে কৃষি ঋণ নিশ্চিত করণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তারাই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছে, কিন্তু বর্তমানে এই কৃষকরাই তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। অপরদিকে, মধ্যস্বত্বভোগীরাই লভ্যাংশের বেশিরভাগ অংশ পাচ্ছে। কৃষকের দিকে নজর না দিয়ে সরকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে চলেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে বিভিন্ন অনুষদের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী ওই মানববন্ধনে অংশ নেয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড