• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবি শিক্ষার্থীর পা ভাঙল রেলওয়ের নিরাপত্তা কর্মী!

  চবি প্রতিনিধি

১৮ মে ২০১৯, ১৯:২৯
চবি শিক্ষার্থী
আহত চবি শিক্ষার্থী রাইয়্যান (ছবি : সংগৃহীত)

চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন রেলওয়ের এক নিরাপত্তা কর্মী। শুক্রবার (১৭ মে) বিকালে নগরীর বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী রাইয়্যান আলম রসায়ন বিভাগের ৩য় বর্ষের ছাত্র। আর অভিযুক্ত নিরাপত্তা কর্মী মশিউর রহমান মুসা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) একজন সিপাহী। এ ঘটনায় ভেঙে যাওয়া পা জোড়া লাগাতে শনিবার (১৮ মে) রাতে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন রাইয়্যান।

আহত রাইয়্যান আলম বলেন, ‘ক্যাম্পাসে যেতে শুক্রবার বিকালে বটতলী স্টেশনে যাই। গিয়ে দেখি ট্রেন যাচ্ছে না। ট্রেনে যখন ইঞ্জিন লাগানো নেই, আমি আর বিশ্ববিদ্যালয়ের দুইজন ছোট ভাই মিলে ওই ট্রেনের একটি বগিতে গিয়ে বসেছি, যেটাতে ইঞ্জিন লাগানোর কথা। এ সময় আরএনবির তিনজন সদস্য আসেন। একজনের নাম মশিউর। তিনি বলে উঠলেন, এই তোরা কারা? তুই করে বলার পর বললাম, আমরা স্টুডেন্ট, ক্যাম্পাসে যাব। তিনি বলেন, এখানে কেন তোরা? আমি বললাম, আশ্চর্য কথা, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শাটলে বসতেই পারি। কথা কাটাকাটির মধ্যে তিনি বললেন, তুই টাকা দে। আমি বললাম, আমি ৩ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমি ট্রেনের জন্য কাউকে টাকা দেব না। দিলে ক্যাম্পাসকে দেব।’

রাইয়্যান জানায়, ‘তখন আমি বন্ধুদের মোবাইলে কল দিচ্ছি, যেহেতু সমস্যা হচ্ছিল। আরএনবির ওই সদস্য হঠাৎ করে আমার মোবাইল কেড়ে নিতে চেষ্টা করলেন, তবে আমি দিচ্ছিলাম না। তখন তিনি বললেন, এই কাকে কল দিচ্ছিস দেখি। একপর্যায়ে মোবাইল কেড়ে নিতে না পেরে তিনি দুটি লাঠি দিয়ে আমাকে খুব মেরেছেন। আমার পা ভেঙে গেছে, পরে পাঁচলাইশের পিপলস হাসপাতালে গিয়ে এক্স-রে করে দেখলাম। আমার বিশ্ববিদ্যালয়ের দুই ছোট ভাইও আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে।’

এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী রাইয়্যানের সহপাঠীরা। এ দিকে শনিবার দুপুরে বটতলী স্টেশনে একটি মানববন্ধন করেছে ছাত্রলীগ।

যোগাযোগ করা হলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম স্টেশনের পরিদর্শক আমান উল্লাহ আমান বলেন, ‘শিক্ষার্থীরা যেভাবে চেয়েছে, আমরা ঠিক সেভাবে কাজ করেছি। তাদের দুটি দাবি ছিল; সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রদান। সবই মেনে নেয়া হয়েছে। অভিযুক্ত মশিউর রহমান মূসাকে ক্লোজড করা হয়েছে। সকল কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। রবিবার তাকে বরখাস্ত করা হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড