• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবিতে সিএসই বিভাগের আন্তঃবিভাগীয় প্রোগ্রামিং কনটেস্ট

  বিজিসিটিইউবি প্রতিনিধি

১৬ মে ২০১৯, ১৫:৪৯
বিজিসিটিইউবি
আন্তঃবিভাগীয় প্রোগ্রামিং কনটেস্ট-২০১৯ (ছবি : দৈনিক অধিকার)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (বিজিসিটিইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কোডিং ক্লাব এবং এলাইড কম্পিউটার স্ট্রিমের সহযোগিতায় আন্তঃবিভাগীয় প্রোগ্রামিং কনটেস্ট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে প্রোগ্রামিং কনটেস্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, ডেপুটি কন্ট্রোলার মাকছুদুর রহমান চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সালাহ উদ্দীন চৌধুরী, সহকারী অধ্যাপক মঞ্জরুল আালম, সহকারী অধ্যাপক শামসুন নাহার সোমা, প্রভাষক অভিজিৎ পাঠক, কোডিং ক্লাবের আহ্বায়ক প্রভাষক আবদুল ওয়াহাব, বৃষ্টি রায় চৌধুরী, মুনমুন বিশ্বাস, প্রোগ্রামিং প্রশিক্ষক হাওলাদার গ্রপের সিইও শাহীন ফারুখ।

প্রোগ্রামিং কনটেস্টে বক্তারা বলেন, ‘বর্তমান বিশ্বে প্রযুক্তির এই উন্নতি প্রোগ্রামারদের অবদান, কারণ প্রযুক্তি বিশ্বের কম্পিউটার প্রোগ্রামের কোডিং ও ল্যাংগুয়েজসমূহ যথাযথ প্রয়োগ করতে পারেন একজন দক্ষ প্রোগ্রামার। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এই আয়োজন করায় বক্তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রোগ্রামিং কনটেস্টে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০টি টিম অংশগ্রহণ করে। এর মধ্যে বিজিসিটিইউবি এক্সপ্লোরেইট-৭১ ১ম স্থান অধিকার করে ও বিজিসিটিইউবি ইনক্রেডিবল ২য় স্থান ও বিজিসিটিইউবি এড্রোমেডা ৩য় স্থান অধিকার করে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড