• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এতিম শিশুদের মাঝে জাবি শিক্ষার্থীদের ঈদ বস্ত্র বিতরণ

  জাবি প্রতিনিধি

১৪ মে ২০১৯, ২৩:০০
জাবি
নতুন ঈদ বস্ত্র হাতে এতিম শিশুরা (ছবি : সংগৃহীত)

বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া মাদ্রাসার ৩৩ জন এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম আবর্তনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ মে) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

ঈদ বস্ত্র বিতরণের বিষয়ে ইতিহাস বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, ‘আমরা বন্ধুরা মিলে নিজেরা টাকা দিয়ে এই আয়োজন করেছি। আজ আমরা সত্যিই অনেক আনন্দিত, হোক না অল্প আমরা সাধ্যমত দাঁড়াতে পেরেছি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে। আমি বিশ্বাস করি সমাজের সব বিত্তবান মানুষ যদি কেবল তাদের নিকটতম প্রতিবেশীদের প্রতি দায়িত্বশীল আচরণ করে তবেই সমাজের বুকে হাসি ফুটবে, দরিদ্রতা ভুলে সবাই মেতে উঠুক ঈদ আনন্দে, এটাই কামনা।’

নৃবিজ্ঞান বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী নোমান সিদ্দিকী জীবন বলেন, ‘সুবিধাবঞ্চিত পথ শিশু বা এতিম শিশুদের জন্য সামান্য কিছু করতে পারাটাও অনেক বড় তৃপ্তির বিষয়। নতুন কাপড় পাওয়ার পর তাদের মুখের যে হাসি তার পেছনের কারণ হতে পেরে আমরা জাবি ৪৫ গর্বিত।’

প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী প্রিতম বলেন, ‘মানুষের জন্য কিছু করার তাড়না থেকেই আমাদের এই কার্যক্রম। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দটাই আলাদা। খুব ভালো লাগছে অনন্ত কিছু শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে এবং আশা করছি পরবর্তী বছরগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।’

নতুন পাঞ্জাবি পেয়ে ইয়াসিন নামের এক শিশু বলেন, ‘ভাইয়ারা গতবছরও আমাদের পাঞ্জাবি দিয়েছিল, এবারও দিলো, ঈদে এটা পড়বো।’

সিয়াম নামের আরেক শিশু বলেন, ‘ভাইয়েরা পাঞ্জাবি না দিলে এই ঈদে হয়তো নতুন পাঞ্জাবি পড়তে পারতাম না আমরা।’

ঈদ বস্ত্র বিতরণ কালে ৪৫ ব্যাচের ফেরদৌস (ফার্মেসি), আবু আজাদ (ইতিহাস), জয় (গণিত), অপু (প্রত্নতত্ত্ব) নয়ন (রসায়ন), মুকুন্ত (প্রত্নতত্ত্ব), নাজমুল (দর্শন) প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড