• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবি ক্যাম্পাসে ১২ ফুট অজগর সাপ

  অধিকার ডেস্ক    ১১ মে ২০১৯, ২০:৩৭

চবি ক্যাম্পাসে অজগর সাপ
উদ্ধারকৃত অজগর সাপ (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে ১২ ফুট লম্বা বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (১১ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসানের নেতৃত্বে সাপটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা ল্যাবে নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজগর সাপটি প্রচণ্ড গরমে পাশের পাহাড় থেকে নিচে নেমে আসলে এলাকাবাসী কৌশলে সাপটিকে উদ্ধার করে চবির প্যাগোডার কাছে বেঁধে রাখে। খোঁজ পেয়ে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল সাপটিকে উদ্ধার করে প্রাণিবিদ্যা ল্যাবে নিয়ে যায়।

এ ব্যাপারে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান জানান, ‘এটি একটি ডার্ক পাইথন প্রজাতির সাপ। সাপটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়ায় এটিকে উদ্ধার করে আমাদের বিভাগের ল্যাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পুরোপুরি সুস্থ হলে পরে এটিকে আমরা ছেড়ে দেবো।’

তিনি আরও বলেন, ‘এদের আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে যাওয়ার কারণে অথবা রাতের বেলায় খাবারের সন্ধানে এসে আটকে পড়েছিল সাপটি।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড