• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩৪ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  অধিকার ডেস্ক    ১১ মে ২০১৯, ১০:১০

চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বর্ষাকালীন, রোজা, শবে কদর, ইদুল ফিতর উপলক্ষে ৩৪ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রবিবার (১২ মে) থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ১৩ জুন। বৃহস্পতিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোসাইন।

তিনি জানান, রমজান (শবে কদর, ইদুল ফিতরসহ), বর্ষাকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ১২ মে থেকে ১৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে নিশ্চিত করেন শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ লায়লা খালেদা আঁখি।

তিনি জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অবকাশকালে হলগুলো খোলা রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকাকালে হলের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক শিক্ষার্থীদের ডাইনিং, ক্যান্টিনসহ অন্যান্য সুবিধা বহাল থাকবে।

অন্যদিকে, ছুটির দিনগুলোতে শাটল ট্রেন নতুন সূচি ধরে চলবে বলে জানান সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড