• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষার্থীদের ক্ষোভ ও নিন্দা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে জাবি শিক্ষার্থীর ট্রল

  জাবি প্রতিনিধি

১০ মে ২০১৯, ২০:১৪
জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্ট্যাটাস (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে ফেসবুকে ট্রল করে ক্ষোভ ও নিন্দার মুখে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম ফাহিম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭তম আবর্তনের ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

জানা যায়, অভিযুক্ত ফাহিম হাসান গত শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের (jucc)’ মাহফিল নিয়ে পোস্টটি করেন তিনি। পোস্টটিতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের একটি ছবি শেয়ার করে তার ওপর উল্লেখ করেন- ‘দুঃখ- ভারাক্রান্ত মন নিয়ে সেট মেন্যু প্ল্যাটার নিয়ে বসেছি। নিচে লেখেন #jucc। তারপর লেখেন ‘আলুর চপ কই?’ ‘আজকে বানাই নাই।’ এরপর ছবির ওপর লেখা- ‘আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ইফতারের সামনে হাজির হয়েছি।’

ফেসবুকে এই পোস্ট করার পর মুহূর্তের মধ্যে পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে সবাই ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্য’ বিকৃত করা হয়েছে দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও মামলা করার দাবি জানান কেউ কেউ। এছাড়াও ছাত্রলীগের কিছু নেতাকর্মী এই পোস্টের প্রতিবাদে তাকে মারধর করবেন বলে ফেসবুকে অভিব্যক্তি প্রকাশ করেন।

এ দিকে পোস্টের এমন প্রতিক্রিয়ার পর অভিযুক্ত ফাহিম হাসান ওই পোস্টের জন্য ফেসবুকে আবার পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘আমি খুবই লজ্জিত ও দুঃখিত পোস্টটির জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে এমন পোস্ট করা মোটেও ঠিক হয়নি। আমি নিজেও বঙ্গবন্ধুর চেতনা ধারণ করি। ওনার মতো মহৎ ব্যক্তিকে ছোট করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি সরল মনে পোস্টটি করি। আমি খুবই দুঃখিত, আমাকে ক্ষমা করবেন।’

এই ঘটনায় তাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (jucc) আগামী ৭ দিনের মধ্যে ‘কেন এমন পোস্ট দেওয়া হয়েছে’ তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। যদি যথাযথ ব্যাখ্যা না দিতে পারে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।’

এই বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা বলেন, ‘শাখা ছাত্রলীগ এখনো কোনো মামলা দায়ের করেনি। কেউ হয়তো ব্যক্তিগতভাবে করতে পারে। তবে আমরা অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ দায়ের করব। সেখানে আমরা আজীবন বহিষ্কার চাইব। কেন্দ্রের সাথে কথা বলে আমরা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমাদের কাছে অনেকে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন তবে লিখিতভাবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আমরা বিষয়টা নিয়ে দেখব। তবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মহলের সাথে কথা বলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড