• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পবিপ্রবিতে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার

  পবিপ্রবি প্রতিনিধি

১০ মে ২০১৯, ০৮:৩১
পবিপ্রবি
মোবাইল ফোন উদ্ধার করে ভিকটিমের হাতে তুলে দিচ্ছে পুলিশ (ছবি : সংগৃহীত)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের হস্তক্ষেপে এবং স্থানীয় পুলিশের জোর তৎপরতায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে চুরি হয়ে যাওয়া ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যয়নরত ওই হলের ২২৫ / এ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী রাবেয়া আক্তার মিতুর ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। কোথায়ও খুঁজে না পেয়ে তিনি হল শাখা ছাত্রলীগের সভাপতি রেজওয়ানা হিমেলের দ্বারস্থ হন। এরপর হল প্রশাসনের আন্তরিকতা ও সহযোগিতায় সিসি টিভির ফুটেজ মোতাবেক দেখা যায় বোরকা পরহিত এক বহিরাগত মহিলা হলে প্রবেশ করে। হলের প্রোভোস্ট অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামান্তের সহযোগিতায় হল শাখা ছাত্রলীগের সভাপতি রেজওয়ানা হিমেল ভিকটিম রাবেয়া আক্তার মিতুকে সঙ্গে নিয়ে দুমকি থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নম্বর ২৮৪)। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোবাইল ফোন উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেন।

পরে পুলিশ কল ট্রাকিং করে উপজেলার বগা বাজার থেকে মোবাইল ফোন উদ্বার করে ভিকটিমের হাতে তুলে দেন কিন্তু আসামি এখনো পলাতক রয়েছে।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামান্ত জানান, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্বার করা হয়েছে এবং আসামি গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।’

ভিকটিম রাবেয়া আক্তার মিতুসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজওয়ানা হিমেলের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছ। এ ঘটনার পর থেকে হলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড