• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অপ্রীতিকর ঘটনায় জড়িতের অভিযোগে

ডুয়েটে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার!

  ডুয়েট প্রতিনিধি

০৫ মে ২০১৯, ১৮:০৮
ডুয়েট ছাত্রলীগের অবস্থান
উপাচার্যের কার্যালয়ের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান (ছবি : সংগৃহীত)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে ও ভাঙচুরের ঘটনায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার ও জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ মে) দুপুরে এ সংক্রান্ত এক নোটিশ প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তারা হলেন- ডুয়েটের ইইই বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় পর্বের সাদ্দাম হোসেন, চতুর্থ বর্ষ দ্বিতীয় পর্বের শামিল হাসান শাহ আলম এবং মো. ওয়াকিফ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় পর্বের মনোয়ার হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় পর্বের আল আমিন, আইপিই বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় পর্বের শাহেদ খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় পর্বের আশীষ কুমার ধর। তাদের প্রত্যেককে এক বছরের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম জানান, ২০১৮ সালের ২১ মে দিবাগত রাতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে ঘটনা তদন্তে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনকে প্রধান করে সাত সদস্যের এক কমিটি গঠন করা হয়। কমিটি তদন্তে শেষে রিপোর্ট পেশ করেন।

পরে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিনের সভাপতিত্বে ডুয়েটের বোর্ড অব ডিসিপ্লিনের সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই ঘটনায় অভিযুক্ত সাত শিক্ষার্থীকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে এক বছরের জন্য বহিষ্কার এবং জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম জানান, ‘শিক্ষার্থীরা আগামী ৩ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণে ইচ্ছুক কি না জানাতে বলা হয়েছে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড