• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |  
  • বেটা ভার্সন
sonargao

ছিনতাইয়ের শিকার হলেন হাবিপ্রবির শিক্ষার্থী

  হাবিপ্রবি প্রতিনিধি

০৩ মে ২০১৯, ১৭:৩৮
হাবিপ্রবি ক্যাম্পাস
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ছবি : দৈনিক অধিকার)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। শুক্রবার (৩ মে) দুপুর ১২ টায় দিনাজপুর শহরের মহারাজা মোড়ে ছিনতাইয়ের শিকার হন তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রীতম সোম।

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভুক্তভোগী এই শিক্ষার্থী অভিযোগ করেন, ‘দুপুর ১২ টায় দিনাজপুর শহরের গাউসুল আজম মোড়ে অটো বাইকে উঠে বাস টার্মিনালে আসছিলাম। মহারাজা মোড়ে পৌঁছলে অটো-বাইক থামিয়ে ছিনতাইকারীরা আমার কাছ থেকে অন্তত ২ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। জীবন হাতে রেখে আমি মুঠোফোনটি রক্ষা করেছি। গত এক মাসের না খেয়ে টিউশনি করে প্রাপ্ত টাকা হয়তো ঘণ্টা খানেকের মধ্যে ইয়াবা অথবা গাঁজার ধোঁয়ায় উড়ে যাবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালিদ হোসেন বলেন, ‘আজকের ছিনতাইয়ের বিষয়টি এখনো শুনিনি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অব্যাহত ভাবে ছিনতাইয়ের শিকার হয়ে যাচ্ছে, এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে প্রক্টর বলেন, ‘ছিনতাই প্রতিরোধের বিষয়ে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি। তারা রাস্তায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা সেট করবেন। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড