• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবিপ্রবিতে রোভার স্কাউটের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

  পাবিপ্রবি প্রতিনিধি

০৩ মে ২০১৯, ১৬:৫৫
পাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ
রোভার স্কাউটের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন (ছবি : সংগৃহীত)

মহান মে দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

সকাল ১০ টায় ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটস সম্পাদক ড. জিন্নাত রেহানা সহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

পরে দুপুরে উপাচার্য এবং অন্যান্য অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় এলাকায় বৃক্ষরোপণ করেন। এ সময় রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে উপাচার্য, উপ-উপাচার্য সহ অতিথিবৃন্দ রোভার স্কাউট গ্রুপের কার্যক্রমকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে সহযোগিতা করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘নতুন সূর্যোদয়’।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড