• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউসিসি কোচিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রাবি শিক্ষার্থীদের

  রাবি প্রতিনিধি

০২ মে ২০১৯, ২১:১৩
রাবি শিক্ষার্থীদের প্রতিবাদ
ইউসিসির প্রতারণার বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের প্রতিবাদ (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার নামে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন প্রচার করছে বলে অভিযোগ উঠেছে ইউসিসি বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার রাজশাহী শাখার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কিছু শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা ঢালী বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউসিসি কর্তৃপক্ষ সংবর্ধনার নাম করে বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের তথা আমাদের কাছ থেকে ছবি, মোবাইল নম্বর, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও প্রাপ্ত জিপিএ সহ ফরম পূরণ করিয়ে নেয়। এসব তথ্য ব্যবহার করে ইউসিসি ২০১৯ সালে রাজশাহী শাখা থেকে প্রকাশিত প্রসপেক্টাসে আমাদের ইউসিসির শিক্ষার্থী হিসেবে ছবি প্রকাশ করেছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কেউই ইউসিসিতে কোচিং করেনি। ইউসিসি কর্তৃপক্ষ আমাদের যেভাবে তাদের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেছে তা সম্পূর্ণ মিথ্যাচার ও প্রতারণা।’

সানজিদা জানান, তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হন। অথচ প্রসপেক্টাসে তাকে এ বছর চান্সপ্রাপ্ত শিক্ষার্থী এবং ইউসিসির শিক্ষার্থী দাবি করা হয়েছে। এ বিষয়ে ইউসিসি রাজশাহী শাখার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। আমরা যে সংবর্ধনার আয়োজন করেছি সেখানে ইউসিসির যেকোনো শাখার শিক্ষার্থীরা অংশ নিতে পারে। প্রসপেক্টাসে যাদের ছবি ব্যবহার করেছি তারা সবাই আমাদের কোচিংয়ের শিক্ষার্থী।’

ইউসিসির ঢাকা প্রধান শাখার ম্যানেজার সেলিম বলেন, ‘কেউ যদি ইউসিসিতে কোচিং না করে তাহলে তাদের ছবি ছাপানোর ক্ষমতা আমাদের নেই। রাজশাহী শাখা এমনটা করেছে কি না জানি না। তবে এ ব্যাপারে ওদের সঙ্গে আমি কথা বলে দেখব।’

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে আইন বিভাগের ১৯জন শিক্ষার্থী একই অভিযোগ করেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড