• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩ মে পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত

  গণবি প্রতিনিধি

৩০ এপ্রিল ২০১৯, ১৫:৩১
গণবি
প্রশাসনিক ভবন, গণ বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গণবি) বৈধ উপাচার্যের দাবিতে চলমান আন্দোলন চার দিনের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ ঘোষণা দেন গণবি সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহম্মেদ।

রনি আহম্মেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয়, আপনাদের দেওয়া ভোটে এবং আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। আন্দোলনকারী সবার জন্য গ্রীষ্মের ছুটির ব্যবস্থা করা হয়েছে। ৩০ এপ্রিল থেকে আগামী ৩ মে চার দিন উপাচার্য আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। আগামী ৪ মে শনিবার সকাল ৯টায় আমাদের চূড়ান্ত কর্মসূচি পালন করতে হবে সবাইকে। সুতরাং আপনারা এই চার দিনে ছুটি কাটিয়ে নিজেদের মতো রিফ্রেশ হয়ে শনিবার পূর্ণ শক্তি নিয়ে সকলে মিলে উপাচার্য আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ্।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত উপাচার্যের দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন করে গত ৬ এপ্রিল থেকে গণ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদের নেতৃত্বে টানা আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড