• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে পাওয়া যাবে 'মুক্তা' পানি

  জাবি প্রতিনিধি

২৬ এপ্রিল ২০১৯, ২০:০৩
জাবিতে মুক্তা পানির সরবরাহ
ছবি : সম্পাদিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, হল ক্যান্টিন এবং অন্যান্য সব দোকানে আগামী রবিবার (২৮ এপ্রিল) থেকে 'মুক্তা' পানি পাওয়া যাবে।

শুক্রবার (২৬ এপ্রিল) সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পানি সরবরাহের এই বিষয়টি নিশ্চিত করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ক্যাফেটেরিয়ার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেন।

তিনি বলেন, 'রবিবার থেকে ক্যাম্পাসের সব দোকান এবং ক্যাফেটেরিয়ায় পাওয়া যাবে মুক্তা পানি।'

গাজীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মুক্তা পানির প্রকল্প পরিচালিত হচ্ছে। এর বিশেষত্ব হলো এ কারখানা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চলে। মাটির তলদেশ থেকে এই প্রকল্পের পানি উত্তোলন করা হয়। এর আগে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে সরকারি অফিসে এ পানির ব্যবহার না হওয়া এবং এর বাজারজাতকরণ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড