• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ববিতে চলছে অনশন, অসুস্থ ৬ শিক্ষার্থী

  ববি প্রতিনিধি

২৫ এপ্রিল ২০১৯, ২১:২৩
ববিতে আমরণ অনশনের দ্বিতীয় দিন
ববিতে আমরণ অনশনে আসুস্থ হয়ে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান উপাচার্য বিরোধী আন্দোলনে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। এতে একাধিক শিক্ষক ও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দ্বিতীয় দিনের অনশন চলাকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি আইন বিভাগের সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান এবং বিভিন্ন বিভাগের ৬ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ দিকে অনশনে বসা একাধিক শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাদের স্যালাইন দিয়ে রাখা হয়।

এর আগে গতকাল উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হকের পদত্যাগ চেয়ে বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ ছাড়েন একাধিক শিক্ষক।

বুধবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হককে পদত্যাগে বাধ্য করতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক পদ থেকে শিক্ষকদের পদত্যাগ করার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আবেদনে সাড়া দিয়ে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ায় প্রায় অর্ধশতাধিক শিক্ষক।

উল্লেখ্য, প্রায় মাসব্যাপী চলা আন্দোলনে কোনো সুরাহা না হওয়ায় আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীরা। উপাচার্যের অপসরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড