• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুর মেডিকেলের রিদমিক ৪২ ব্যাচের র‍্যাগ ডে

  রমেক প্রতিনিধি

২৫ এপ্রিল ২০১৯, ০৫:৪১
রমেক প্রাঙ্গণে আলোকসজ্জা
র‍্যাগ ডে উপলক্ষে রমেক প্রাঙ্গণে আলোকসজ্জা (ছবি : দৈনিক অধিকার)

একটি ব্যাচ ক্যাম্পাসকে বিদায় জানাবে অপরদিকে জুনিয়র আর একটি ব্যাচের আগমন ঘটবে ক্যাম্পাসে এ যেন নিয়তির খেলা হয়ে দাঁড়িয়েছে। দুচোখে নতুন কিছু স্বপ্ন নিয়ে কোন ব্যাচ ক্যাম্পাস জীবনকে বিদায় জানাবে। অন্যদিকে দুচোখ ভরা আশা নিয়ে জুনিয়র কোন ব্যাচের আগমন।

তারই ধারাবাহিকতায় রংপুর মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের বিদায়ের সুর বেজে উঠে। ২৩, ২৪ ও ২৫ তারিখ জুড়ে র‍্যাগ ডে প্রোগ্রামটিকে বিভিন্ন অনুষ্ঠান সূচির মাধ্যমে সাজানো হয়েছে। অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো- র‍্যাগ র‍্যালি, কালার ফেস্ট, ফায়ার ওয়ার্কস, কালচারাল নাইট, ডিজে পার্টি, গ্র্যান্ড ডিনার। সেই সঙ্গে পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

বুধবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে কলেজ অডিটোরিয়ামে কালচারাল নাইট অনুষ্ঠিত হয়। কালচারাল নাইট প্রোগ্রামের এক পর্যায়ে ১৯৫২-১৯৭১ সালের বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর একটি মাইম (মূকাভিনয়) উপস্থাপন করা হয়।

র‍্যাগ ডে প্রোগ্রামে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নূর ইসলাম সহ বিভিন্ন ডিপার্টমেন্টের সহকারী-সহযোগী অধ্যাপকগণ ও শিক্ষার্থীবৃন্দ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড