• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাইকেল স্ট্যান্ড ও সিসি ক্যামেরা স্থাপনে রাবিতে মানববন্ধন

  রাবি প্রতিনিধি

২৫ এপ্রিল ২০১৯, ০৩:৫৭
রাবি শিক্ষার্থীদের মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাইকেলের নিরাপত্তার জন্য প্রত্যেকটি ভবনের সামনে ‘সাইকেল স্ট্যান্ড’ ও সিসি টিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী সাইকেলে ক্যাম্পাসে আসে। সাইকেল বারান্দায় রেখে ক্লাস করতে গেলে কিংবা বাইরে গেলে সাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এমনকি সাইকেল, মোটরসাইকেল রাখার জন্য স্ট্যান্ডও বানাচ্ছেন না। যার ফলে প্রতিনিয়তই সাইকেল চুরির ঘটনা ঘটে। তাই আমরা প্রতিটি ভবন ও রাস্তা সিসি ক্যামেরার আওতায় আনা এবং প্রতিটি ভবনের সামনে সাইকেল স্ট্যান্ড বানানোর দাবি জানাচ্ছি।'

শিক্ষার্থীদের মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরিদ খান বলেন, 'শিক্ষার্থীদের সকল ধরনের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। কারণ একজন শিক্ষকের কাছে তাঁর গাড়ি যেমন গুরুত্বপূর্ণ তেমনি একজন শিক্ষার্থীর কাছে তার সাইকেল গুরুত্বপূর্ণ। শিক্ষকদের গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও শিক্ষার্থীদের জন্য কোনো ব্যবস্থা নেই। প্রতিটি ভবনে সিসি ক্যামেরা এবং সাইকেল রাখার নিদিষ্ট স্থান স্থাপনের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।'

এ সময় বক্তব্য দেন- অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম দুখু, জুয়েল মামুন। মানববন্ধনে প্রায় বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড