• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোবিপ্রবিতে সিম্পোজিয়াম অন সাসটেইনেবল অ্যাকুয়াকালচার এর উদ্বোধন

  নোবিপ্রবি প্রতিনিধি

২৫ এপ্রিল ২০১৯, ০৩:২৬
সিম্পোজিয়াম অন সাসটেইনেবল অ্যাকুয়াকালচার
সিম্পোজিয়াম অন সাসটেইনেবল অ্যাকুয়াকালচার এ আগত অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন সাসটেইনেবল অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবি ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগ এর আয়োজন করে।

বুধবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ১০টায় এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরী এমপি। ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় মৎস্য বিভাগের ডিরেক্টর জেনারেল আবু সায়েদ মো. রাশেদুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর ডিরেক্টর জেনারেল ড. ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল (বিএআরসি) এর এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. কবির একরামুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড ফিস এর সাবেক কান্ট্রি ডিরেক্টর ড. ক্রেইগ এ মেইজনার প্রমুখ।

অনুষ্ঠানে কি নোট স্পিকার ছিলেন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের ফলিত জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. তামিজি ইয়ামামোতো এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল ওহাব। অনুষ্ঠানে বাংলাদেশে মৎস্য শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের জন্য অধ্যাপক ড. মো. আবদুল ওহাবকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পুরো সিম্পোজিয়াম আয়োজনের আহ্বায়ক ছিলেন নোবিপ্রবি ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪ জন আমন্ত্রিত বক্তা বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। ২২ জন গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন এবং ৪৫ জন গবেষক তাদের পোস্টার প্রেজেন্টেশন করে। সিম্পোজিয়ামে প্রায় ৪ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচকগণ এসডিজি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর জোর দেন। এছাড়া প্রবন্ধসমূহে ব্লু ইকোনমি, উপকূলীয় মৎস্য চাষ, লবণাক্ত সহিষ্ণুতা, খাদ্য ও পুষ্টি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড