• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে হাবিপ্রবি

  হাবিপ্রবি প্রতিনিধি

২৫ এপ্রিল ২০১৯, ০২:৫৭
হাবিপ্রবি ফুটবল টিম
হাবিপ্রবি ফুটবল দল (ছবি : সংগৃহীত)

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

বুধবার (২৪ এপ্রিল) প্রতিপক্ষ দল ইসলামী বিশ্ববিদ্যালয় খেলায় উপস্থিত না হওয়ায় পূর্ণ পয়েন্টে বিজয় পায় হাবিপ্রবি। এর আগে প্রথম পর্বের খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (কুয়েট) ২-০ ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে এই বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা।

বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেনি। ফলে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে হাবিপ্রবি।

বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. মাহবুব উল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্টেডিয়ামে ১ম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড