• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাভাবিপ্রবিতে ছাত্রলীগ সভাপতিসহ ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার

  মাভাবিপ্রবি প্রতিনিধি

২৫ এপ্রিল ২০১৯, ০২:০৬
মাভাবিপ্রবিতে ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার
মাভাবিপ্রবিতে ছাত্রলীগের বহিষ্কৃতরা (ছবি : সংগৃহীত)

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতিসহ তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া দুই নেত্রীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং অপর এক নেতাকে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত ও এক শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানির অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার (২৪ এপ্রিল) শাস্তিপ্রাপ্তদের নামে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে, তদন্ত কমিটির সুপারিশে ২১ এপ্রিল ঢাকায় লিয়াঁজো অফিসে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থায়ী বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সহসভাপতি মো. ইমরান মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাবির ইকবাল। এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত দুই ছাত্রী হলেন- সহসভাপতি আদ্রিতা পান্না ও ছাত্রী বিষয়ক সম্পাদক ঈশিতা বিশ্বাস। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতকে ভবিষ্যতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ঈশিতা বিশ্বাস তিশা পূর্ববর্তী সেমিস্টারে পাস না করলেও গত বছরের ৭ অক্টোবর তাকে পরীক্ষা দেয়ার জন্য সিটে (আসনে) বসিয়ে দেয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার ও তার সহযোগীরা। তখন ওই বিভাগের শিক্ষকবৃন্দ বাধা দিতে গেলে তারা লাঞ্ছনার শিকার হন।

এ ঘটনায় দোষীদের বহিষ্কার না করায় পরের দিন ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৫৪ শিক্ষক প্রশাসনিক ও অ্যাকাডেমিক পদ থেকে পদত্যাগ করেন। পরে ওই ছাত্রী এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন রিজেন্ট বোর্ডের জরুরি সভার মাধ্যমে ৫ জনকে সাময়িক বহিষ্কার করে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। রিজেন্ট বোর্ডের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে আহ্বায়ক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একেএম সাইদুল হক চৌধুরীকে সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সিরাজুল ইসলামকে সদস্য করা হয়। পরবর্তীতে তদন্তে শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড