• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবিতে বাইনারী ইউনিভার্সিটি রিসোর্স সেন্টারের উদ্বোধন

  বিজিসিটিইউবি প্রতিনিধি

২৫ এপ্রিল ২০১৯, ০১:১৬
বিজিসিটিইউবিতে রিসোর্স সেন্টারের উদ্বোধন
বাইনারী ইউনিভার্সিটি রিসোর্স সেন্টারের উদ্বোধন (ছবি : সংগৃহীত)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাইনারী ইউনিভার্সিটি মালয়েশিয়া সমঝোতা চুক্তির অংশ হিসেবে বিজিসিটিইউবিতে বাইনারী ইউনিভার্সিটি মালয়েশিয়ার রিসোর্স সেন্টারের উদ্বোধন করা হয়।

বুধবার (২৪ এপ্রিল) বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে রিসোর্স সেন্টারটির উদ্বোধন করেন বাইনারী ইউনিভার্সিটি মালয়েশিয়ার ফাউন্ডার ও এক্সিকিউটিভ চেয়ারম্যান তানশ্রী দাতো অধ্যাপক জোসেফ আদাইকালাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

এতে বক্তব্য রাখেন- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের মাননীয় সদস্য মিস আফরিন আহমদ হাসনাইন, বাইনারী গ্র্যাজুয়েট স্কুলের সম্মানিত ডিন ড. আসিফ মাহবুব করিম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক রনজিত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ.এন. এম ইউসুফ চৌধুরী, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ সরোওয়ার উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আবছার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, আইন বিভাগের ভারাপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা রুম্মান, চেয়ারম্যান ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক নওরীন আফরিন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, 'উক্ত রিসোর্স সেন্টারের মাধ্যমে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যাবতীয় তথ্য এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা সরাসরি বাইনারী ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবেন। তাছাড়া শিক্ষকগণ বাইনারী ইউনিভার্সিটিতে পিএইচডি করার ক্ষেত্রে স্কলারশিপ সুবিধা পাবেন।

স্টুডেন্ট এক্সচেঞ্জ, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, যৌথ গবেষণা প্রকল্প, ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনের ক্ষেত্রে এই রিসোর্স সেন্টার উভয় ইউনিভার্সিটির জন্য একটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড