• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেকৃবিতে এমএস প্রোগ্রামে গবেষণা সূচনা কর্মশালা

'বাংলাদেশে বাস্তবিক ও প্রায়োগিক গবেষণা দরকার'

  শেকৃবি প্রতিনিধি

২৩ এপ্রিল ২০১৯, ২০:১৮
শেকৃবিতে এমএস প্রোগ্রামে গবেষণা সূচনা কর্মশালা
এমএস প্রোগ্রামে গবেষণা সূচনা কর্মশালায় অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

‘এমএস প্রোগ্রামে গবেষণা সূচনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেন, ‘আধুনিক ধ্যান-ধারণায় শুধুমাত্র প্রাণী স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখাই পর্যাপ্ত নয়, প্রাণী স্বাস্থ্যের পাশাপাশি মানব স্বাস্থ্যও যাতে সমান গুরুত্ব পায় সে বিষয়েও খেয়াল রাখতে হবে। এজন্য ওয়ান হেলথ ধারণাকে সামনে রেখে দেশে বাস্তবসম্মত ও প্রায়োগিক গবেষণা পরিকল্পনা করার বিষয়ে বক্তারা মত প্রকাশ করেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনস্থ সেমিনার গ্যালারিতে আয়োজিত কর্মশালায় বক্তারা এ সকল কথা বলেন।

পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টেফিনেট-সিডিসি আটলান্টার বাংলাদেশে নিযুক্ত ওয়ান হেলথ ফোকাল পয়েন্ট ড. একেএম মাহবুবুল হক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. কেবিএম সাইফুল ইসলাম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ শতাধিক গবেষক অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, 'এমএস প্রোগ্রামের গবেষণা একজন গবেষকের জন্য প্রারম্ভিক যাত্রা। এটি তার শেখার সময়। তাই ভালো গবেষক পেতে এই সময়েই তাকে সুচারুরূপে হাতে-কলমে গবেষণা শেখাতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বিশেষ করে সংশ্লিষ্ট সুপারভাইজারের দায়িত্ব অনেক।'

শিক্ষার্থীদের বাস্তবসম্মত ও প্রায়োগিক গবেষণার বিষয়, কর্মসূচি, কর্মপদ্ধতি ও কর্মপরিকল্পনার ব্যাপারে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড