• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবিতে সভা, সমাবেশ ও জমায়েতে নিষেধাজ্ঞা

  জবি প্রতিনিধি

২৩ এপ্রিল ২০১৯, ২০:০৮
জবি প্রশাসনিক ভবন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন (ছবি : মো. আসিফ)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে সভা, সমাবেশ ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো জেলা, উপজেলা ও অঞ্চল ভিত্তিক কোনো সংগঠন বা সমিতির সভা সমাবেশ ও জমায়েত ক্যাম্পাসের অভ্যন্তরে নিষিদ্ধ করা হলো।

জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার ও প্রেম ঘটিত ঘটনার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে কমিটি বিলুপ্ত ও ক্যাম্পাসে ছাত্রলীগের সকল ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি বিলুপ্তের পর থেকে বিভিন্ন জেলা, উপজেলা ও আঞ্চলিক ছাত্রকল্যাণ সংগঠনের নাম দিয়ে ক্যাম্পাসে শোডাউন দিতে থাকে ছাত্রলীগের পদ প্রত্যাশীরা। এতে করে বেশ কিছুদিন ধরে ছাত্রলীগের পদ প্রত্যাশীদের মাঝে আবারও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। যার ভিত্তিতে প্রশাসনিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড