• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথমবারের মতো কুবিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন মঙ্গলবার

  কুবি প্রতিনিধি

২১ এপ্রিল ২০১৯, ১২:৪৭
কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কলা ও মানবিক অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০১৯’। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠানটির উদ্বোধন করার কথা রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। এছাড়াও অতিথি থাকবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।

জানা যায়, সম্মেলনে পৃথক তিনটি অধিবেশনে তিনটি বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে প্রথম অধিবেশনে ‘অন্য রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ এবং এই পর্বে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জামান।

দ্বিতীয় অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী রেজওয়ান তালুকদারের সভাপতিত্বে ‘উইলিয়াম শেক্সপিয়র’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শফি আহমেদ।

সর্বশেষ তৃতীয় অধিবেশনে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে ‘সাহিত্যতত্ত্ব ও বাংলা ভাষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।

এছাড়াও অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জামান।

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৯-এর সম্পর্কে সম্মেলনের আহ্বায়ক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, ‘আমরা প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনেও পদচারণা থাকুক। ভবিষ্যতে আমরা এ ধরনের সম্মেলন আরও বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করব যেখানে পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষার্থীদেরও অংশগ্রহণ থাকবে।’

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড