• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিপ্রবিতে এলআইসিটি সাস্ট টেক ফেস্ট-২০১৯

'ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্প হাতে নিয়েছে সরকার' : পলক

  শাবিপ্রবি প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, ১৯:২৮
এলআইসিটি সাস্ট টেক ফেস্টে প্রযুক্তি প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (ছবি : দৈনিক অধিকার)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'আগামী পাঁচ বছরের মধ্যে ফাইবার অপটিকসের মাধ্যমে সাড়ে চার হাজার ইউনিয়নকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসতে ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া হবে। এছাড়া ২৫ হাজার ৫শ স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।'

শনিবার (২০ এপ্রিল) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘এলআইসিটি সাস্ট টেক ফেস্ট-২০১৯’ এর 'টেক টক' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রযুক্তির ভাষা প্রোগ্রামিং জানার বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, 'অংক, বিজ্ঞান, ইংরেজি এগুলোর পাশাপাশি আরেকটা ভাষা সকলকে শিখতে হবে। সেটা হচ্ছে প্রোগ্রামিং যা প্রযুক্তির ভাষা, কম্পিউটারের ভাষা। কম্পিউটার যে ভাষাটা বুঝে তা আমাদের সকলকেই শিখতে হবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তির ভাষা প্রোগ্রামিং জানার বিকল্প নেই।'

তিনি আরও বলেন, 'প্রযুক্তির সাথে শিক্ষার্থীদের পরিচিত করতে ২০১০ সাল থেকে ন্যাশনাল কারিকুলামে আইসিটি নামক একটি বিষয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাখা হয়েছে। এদিকে সেই সময় ড. জাফর ইকবাল স্যারের নেতৃত্বে অন্তর্ভুক্তির মাধ্যমে যা সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।'

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (ছবি : দৈনিক অধিকার)

প্রতিমন্ত্রী বলেন, ' প্রযুক্তির সাথে সাথে দুর্নীতি, হয়রানি, সময় অপচয় এড়াতে ই-গভর্নমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। গত সাত বছরে ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট নামে একটা সফটওয়ারের মাধ্যমে বিশ বিলিয়ন ডলারের টেন্ডার অনলাইনে জমা হয়েছে। এতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি। প্রযুক্তি নির্ভরতা আমাদের দুর্নীতি, সন্ত্রাস মুক্ত করেছে। আমরা চাই আমাদের তরুণদের মেধাকে কাজে লাগিয়ে একটা ডিজিটাল অর্থনীতির দেশ নির্মিত হবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব' প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, এলআইসিটি ইন্ডাস্ট্রি প্রোমোশন স্পেশালিষ্ট হাসান বেনাউল ইসলাম, ফেস্টের আহবায়ক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম প্রমুখ।

ফুলেল শুভেচ্ছা প্রদান (ছবি : দৈনিক অধিকার)

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, 'বড় ভিশন থাকলে বড় বড় কাজ করা যায়। সেজন্য বড় পরিসরে চিন্তা করতে হবে। আমরা জানি সোশ্যাল মিডিয়া ফেসবুকের কারণে আমাদের ছেলেমেয়েদের মাঝে একটা বিপর্যয় দেখা দিয়েছে। তোমরা যদি প্রোডাক্টিভ হতে চাও সময়টাকে ঠিক করে ব্যবহার কর। ফর গড সেক, স্মার্ট-ফোনে যেটুকু সময় দেয়া দরকার তার থেকে বেশি তোমরা দিও না। তাহলে কিন্তু তোমরা প্রোডাক্টিভ হতে পারবে না।'

উল্লেখ্য, শুক্রবার (১৯ এপ্রিল) থেকে শুরু হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন, রোবো ফাইট, প্রজেক্ট এক্সিবিশন ও মেজ সলভারসহ মোট পাঁচটি পৃথক প্রতিযোগিতার মাধ্যমে টেক ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন প্রতিযোগিতায় দেশের মোট ৫৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ২০০টি দলের অন্তত ১০০০ প্রতিযোগী এ ফেস্টে অংশ নেয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড