• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবির বুকে এক টুকরো চুয়াডাঙ্গা

  রাবি প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, ১২:০৫
রাবি
রুসাকের মিলনমেলা (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (রুসাক) বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাবির চারুকলা অনুষদের মুক্তমঞ্চে দিনব্যাপী নানা আয়োজনে দিনটি উদযাপন করে রাজশাহীতে অবস্থানরত চুয়াডাঙ্গাবাসী।

শনিবার (২০ এপ্রিল) রুসাকের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাসেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিনের কর্মসূচিতে মোটিভেশনাল বক্তব্য, খেলাধুলা, নাচ, গান, ফ্যাশন শোর মতো নানা কর্মসূচি পালন করেন তারা।

রুসাকের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ন কবির, রুসাকের সাধারণ সম্পাদক আহসান কবির, সহসভাপতি রওনোকুল ইসলাম, সুলতান মাহমুদ বিদ্যুৎ, কোষাধ্যক্ষ দোস্ত মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম প্রমুখ।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড