• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক শিক্ষা সফর ২০১৯ সম্পন্ন

  ঢাবি প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, ১০:২৩
ঢাবি
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক শিক্ষা সফর (ছবি : দৈনিক অধিকার)

শিক্ষা সফর হচ্ছে শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব অনেক বেশি। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোভার স্কাউট গ্রুপ আয়োজন করে তাদের বার্ষিক শিক্ষা সফর-২০১৯।

এ দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি লাল বাস নিয়ে তারা পিকনিক স্পট গাজীপুরের উদ্দেশে বের হন। তারা গাজীপুরের ৩টি স্পটকে তাদের সফরের জন্য নির্ধারিত করেন। সেই হিসেবে সর্বপ্রথম রোভার স্কাউট গ্রুপ গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে যায়, এরপর বাহারদুরপুর রোভার পল্লীতে গিয়ে তারা মধ্যাহ্ন ভোজন শেষ করে বিকাল ৩টার দিকে পুরো গ্রুপ গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানে যান।

ভাওয়াল জাতীয় উদ্যানে পৌঁছে রোভার স্কাউট গ্রুপ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে, এর মধ্যে ছিল- হাঁড়ি ভাঙা, ব্যাঙ লাফ, মিনি ফুটবল ব্যাচ, র‍্যাফেল ড্র ইত্যাদি। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন ঢাবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল অধ্যাপক মাহমুদুর রহমান।

প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বেরিয়ে পড়েন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড