• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্স ছাত্রলীগ সভাপতি সাকিবের উদ্যোগে মানবতার দেয়ালের সূচনা

  বুটেক্স প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, ০৮:৫৬
বুটেক্স
মানবতার দেয়াল (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রলীগের উদ্যোগে চালু হলো ‘মানবতার দেয়াল’। শুক্রবার (১৯ এপ্রিল) বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি ও বুটেক্সে মানবতার দেয়ালের উদ্যোক্তা নাজমুল আলম সাকিব মানবতার দেয়ালে নিজের অপ্রয়োজনীয় জামা কাপড় প্রদান করে এ কাজের সূচনা করেন।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বুটেক্সের অন্তর্গত জিএমএ জি ওসমানী হলের প্রাচীরে এ দেয়ালের সূচনা করা হয়। এ সময় সভাপতি সাকিব উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদেরকে মানবতার ডাকে সাড়া দিয়ে নিজ নিজ অপ্রয়োজনীয় ও ব্যবহৃত জামা-কাপড়গুলো মানবতার দেয়ালে রেখে দিয়ে নিঃস্ব ও দরিদ্র মানুষদের সহযোগিতা করতে আহ্বান জানান।

উল্লেখ্য, হতদরিদ্র মানুষেরা যেন চক্ষুলজ্জার ভয়ে প্রয়োজন মেটাতে কারো কাছে জামাকাপড় চাইতে না হয়, সে ধারণা থেকে উদ্ভূত হয় ‘মানবতার দেয়াল’। এ দেয়ালের এক পাশে সচ্ছল মানুষ তার অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যায়। অন্যদিকে, অসচ্ছল মানুষেরা নিজ নিজ প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বস্ত্র সংগ্রহ করে নেয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড