• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নদী রক্ষার দাবিতে বাকৃবিতে মানববন্ধন

  বাকৃবি প্রতিনিধি

১৯ এপ্রিল ২০১৯, ১৫:৪৯
গ্রীন ভয়েসের মানববন্ধন
বাকৃবিতে নদী রক্ষার দাবিতে গ্রীন ভয়েসের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

ব্রহ্মপুত্রসহ সকল নদী দখল, দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিতের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েসের’ বাকৃবি শাখা।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চের সামনে গ্রীন ভয়েসের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মানববন্ধন করা হয়।

‘গ্রীন ভয়েস’ বাকৃবি শাখার সমন্বয়ক শাহরিয়ার নাফিজের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনটির সহসমন্বয়ক অয়ন দে এবং কার্যকরী সদস্য ফিজা জন্নাত। এছাড়াও এতে সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা দেশের সকল নদী দখলমুক্ত, দূষণ বন্ধ ও নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গ্রীন ভয়েস পরিবেশ ব্যবস্থার সংরক্ষণ ও উন্নয়নে নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রকৃতি ও মানুষের সম্পর্ক স্থিতিশীল করা এবং চলমান ও সম্ভাব্য পরিবেশ বিপর্যয়ে মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষায় উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সমাজকে সচেতন ও সুসংগঠিত করা গ্রীন ভয়েসের প্রধান লক্ষ্য।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড