• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

রাকসু নির্বাচন

  রাবি প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, ২০:৪৪
স্মারকলিপি প্রদান করা হচ্ছে
রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি ছাত্রদলের (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র সংগঠনের ওপর সকল রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানকে স্মারকলিপি দিয়েছেন তারা। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বর্তমানে দেশের ও ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ অযৌক্তিক। সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের আদর্শ বিস্তারে ক্যাম্পাসে সুষ্ঠুভাবে ও পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রকাশের সুযোগ দিতে হবে। এ সময় তারা ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্রসংগঠনের অবস্থান নিশ্চিতের লক্ষ্যে দলীয় টেন্ট পুনর্নির্মাণের দাবি জানায়।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, তাদের স্মারকলিপি গ্রহণ করেছি। এ বিষয়ে উপাচার্যের সাথে আলোচনা করা হবে। স্মারকলিপি প্রদানকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুদ্দিন চৌধুরী (সানিন), সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড