• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত

  অধিকার ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, ১৬:৪০
রোবটিক্স কর্মশালায় বক্তব্য রাখছেন উপাচার্য
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে রোবটিক্স কর্মশালা (ছবি : সংগৃহীত)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রোবোটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাবের উদ্যোগে রোবটিক্স প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এফ. এম. আখতারুজ্জামান কায়সার।

কর্মশালার কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. এম শামীম কায়সার। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবীর মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মাকছুদুর রহমান চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, রোবোটিক্স ক্লাবের সভাপতি অভিজিৎ পাঠক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্স কম্পিউটিং সায়েন্স ল্যাব আইটি -এর গবেষণা সহযোগী জনাব তাজিম মোহাম্মদ নেয়ামত উল্লাহ, প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, প্রযুক্তির উৎকর্ষতার কারণে আজ পৃথিবী এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে মানুষের তৈরি রোবটও আজ প্রয়োজনীয় সব কাজ করতে পারছে। সীমাবদ্ধতার মাঝেও আমাদের অধম্য মেধা, সৃজনশীলতা, ছাত্র-ছাত্রীদের কঠোর অধ্যায়ন ও এই বিষয়ে প্রচুর গবেষণার মাধ্যমে এই চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যেতে হবে। তাহলে অচিরেই আমরা রোবোটিক্স প্রযুক্তিতে পৃথিবীর উন্নত রাষ্ট্রের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারব।

তারা আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশের নাম করা প্রতিষ্ঠানে আমাদের ছাত্ররা মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। বিশ্বব্যাপী রোবটের প্রচুর চাহিদা রয়েছে কিন্তু রোবট তৈরির ক্ষেত্রে আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতা দূর করতে পারলে অবশ্যই আমরা রোবট তৈরির ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করতে পারব। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরাও এই কর্মশালায় অর্জিত জ্ঞানের মাধ্যমে এই ক্ষেত্রে এগিয়ে যাবে বলে জানান তারা। কর্মশালায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড