• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবির এআইএস বিভাগের ২০তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত

  ইবি প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, ০৩:০০
এআইএস বিভাগের ২০তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত
বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আয়োজনে এমবিএ ২০তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ২১২ নম্বর কক্ষে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আলোচনা ও বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানিম হিরক ও আফরোজা শাম্মীর সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস শাহেদ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন- উক্ত বিভাগের অধ্যাপক ড. সেলিনা নাছরিন, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. আব্দুস ছবুর মিয়া, প্রভাষক নাজমুল হুদা, মো. জাফর আলী, কামাল উদ্দীন ও শারমিন সুলতানা।

বক্তব্যে ড. অরবিন্দ সাহা বলেন, 'দেশ ও জাতির উন্নয়নে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। তোমরা বাবা-মায়ের দেখাশুনা করবে, তাদের আশীর্বাদ নিবে। সর্বাবস্থায় কর্মস্থলে সৎ থাকার চেষ্টা করবে। তোমাদের জন্য আশীর্বাদ থাকলো, ভাল জায়গায় গিয়ে দেশ ও জাতির জন্য কৃতিত্বের স্বাক্ষর বহন করবে।'

ড. আব্দুস শহীদ মিয়া বলেন, 'আজকের এই বিদায় চিরবিদায় নয়, ক্ষণিকের বিদায়। তোমাদের মেধা, দক্ষতা ও মননশীলতা দিয়ে দেশ ও জাতির জন্য ভালো কিছু অর্জন করবে।'

সোমালিয়ান শিক্ষার্থী ইব্রাহীমকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'তুমি তোমার দেশে গিয়ে আমাদের দেশের সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় ও আমাদের বিভাগ সম্পর্কে তোমার দেশকে জানাবে।'

আলোচনা পর্ব, পুরস্কার প্রদান ও মধ্যাহ্ন ভোজ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড