• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে 'উচ্চ শিক্ষায় ব্লুম’স ট্যাক্সনোমি' শীর্ষক সেমিনার

  ইবি প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, ০২:৪১
ইবিতে উচ্চ শিক্ষায় ব্লুম’স ট্যাক্সনোমি অব লার্নিং সেমিনার
উচ্চ শিক্ষায় ব্লুম’স ট্যাক্সনোমি অব লার্নিং অবজেকটিভস শীর্ষক সেমিনার (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'উচ্চ শিক্ষায় ব্লুম’স ট্যাক্সনোমি অব লার্নিং অবজেকটিভস' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) কেন্দ্রীয় লাইব্রেরির আইকিউএসির সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী সেমিনারের (আইকিউএসি)পরিচালক অধ্যাপক ড. কে. এম. আব্দুস ছোবহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী বলেন, 'একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে জ্ঞানের অধিকারী। পৃথিবীকে যারা গতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে তারা সকলেই কোন না কোন ভাবে বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন।'

তিনি বলেন, 'নিজের দিকে তাকিয়ে নিজেকে ভাংচুর করে নতুনভাবে এগিয়ে যেতে হবে। বিদ্যমান জ্ঞান আহরণ করে নতুন জ্ঞানের সৃষ্টি করা একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব। তথ্য প্রযুক্তির এই যুগে যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি সমৃদ্ধ ও আধুনিক। জ্ঞান বিতরণের ও গ্রহণের জন্য অর্থবহ পরিবেশ গড়ে না তুললে সেই জ্ঞান বিতরণ অর্থবহ হয় না।'

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান বলেন, কারিকুলাম ছাড়া কোনো বিষয় হয় না। প্রত্যেকটি বিষয়ের একটি কারিকুলাম থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'জানার কোনো সীমা পরিসীমা নেই। তাই মহাবিশ্বের সবকিছু এক জনমে জানা সম্ভব নয়। তবে জানবার এবং নতুন জ্ঞান আহরণ করবার চেষ্টা থাকতে হবে।'

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় হচ্ছে উন্মুক্ত শিক্ষা চর্চার ক্ষেত্র। তাই আমাদের শিক্ষকদের মূল কাজটি হবে মানসম্মত শিক্ষা গ্রহণ ও বিতরণ করা।'

অপর বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা বলেন, 'আজ এই কর্মশালার মাধ্যমে আমাদের শিক্ষকরা উপকৃত হলে আমাদের ছাত্র-ছাত্রীরা তথা বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।'

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. কে.এম.আব্দুস ছোবহান। সেমিনারে রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক উপাচার্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের সাবেক প্রধান অধ্যাপক সঞ্জয় কে অধিকারী। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নির্বাচিত শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড