• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোবিপ্রবিতে স্ট্যাটা সফটওয়্যার ও ফ্রেডম্যান ফাউন্টেনের উদ্বোধন

  নোবিপ্রবি প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, ০২:০০
নোবিপ্রবির অর্থনীতি বিভাগে স্ট্যাটা সফটওয়্যার ও ফ্রেডম্যান ফাউন্টেন
স্ট্যাটা সফটওয়্যার ও ফ্রেডম্যান ফাউন্টেনের উদ্বোধন (ছবি : সংগৃহীত)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগে ফ্রেডম্যান ফাউন্টেন ও স্ট্যাটা সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান অর্থনীতি বিভাগে ফ্রেডম্যান ফাউন্টেন ও স্ট্যাটা সফটওয়্যার উদ্বোধন করেন।

এ সময় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোকাম্মেল করিম বলেন, 'আমরা বরাবরের মত শিক্ষার্থীদের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। 'স্ট্যাটা-১৫' সফটওয়্যার এবং 'ফ্রেইডম্যান ফাউন্টেন' তারই অংশ । স্ট্যাটা-১৫ সফটওয়্যারটি প্রায় চার লাখ পঁচিশ হাজার টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অর্থনীতি বিভাগকে দেওয়া হয়েছে। সফটওয়্যারটি বিভাগের ল্যাবের সকল কম্পিউটারে দেয়া হবে যা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এ থেকে শিক্ষার্থীরা গবেষণা কাজে সহায়তা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।'

বিভাগের নিজস্ব অর্থায়নে 'ফ্রেইডম্যান ফাউন্টেন' স্থাপন করা হয়েছে। এটির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে বলে জানান নোবিপ্রবি অর্থনীতি বিভাগের চেয়ারম্যান।'

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ফারুক উদ্দিন, এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুস সালাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফরিদ দেওয়ান, বিনতা রানী সেন, সোনিয়া আফরিন এ্যালি, শফিকুল ইসলাম, মাজনুর রহমান সবুজ, ওয়াহিদ মুরাদ, প্রভাষক মো. ইকবাল হোসাইন, আহসান উল হক, সাব্বির হোসাইন, মো. মুহাইমিনুল ইসলাম, দিলরুবা ইয়াসমিন স্মৃতি, সাদ্দাম হোসাইন, মাহাবুবুর রহমান, লিটন চন্দ্র ভৌমিক সহ অর্থনীতি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড