• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুজিবনগর দিবসে জাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

  জাবি প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, ০০:২৩
মুজিবনগর দিবসে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
জাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি (ছবি : সংগৃহীত)

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও র‌্যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (১৭ এপ্রিল) শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে সকাল ১১টায় একটি র‌্যালি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এসে শেষ হয়। এরপর হলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর মুজিবনগর সরকারের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালে মুজিবনগর সরকারের মাধ্যমে মুক্তিযোদ্ধারা সংঘটিত ছিল।'

সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল এ সময় বলেন, ‘অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আমাদের কাছে দিনটি গৌরবের।’

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলম শেখ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক কৌশিক রহমান শিমুল, পাঠাগার বিষয়ক সম্পাদক মাহবুব হক রাফা, সহ-সম্পাদক তানজিলুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক রাকিবুল হাসান শাওন সহ অন্যান্য হলের নেতাকর্মীরা।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও র‌্যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (১৭ এপ্রিল) শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে সকাল ১১টায় একটি র‌্যালি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এসে শেষ হয়। এরপর হলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর মুজিবনগর সরকারের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালে মুজিবনগর সরকারের মাধ্যমে মুক্তিযোদ্ধারা সংঘটিত ছিল।'

সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল এ সময় বলেন, ‘অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আমাদের কাছে দিনটি গৌরবের।’

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলম শেখ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক কৌশিক রহমান শিমুল, পাঠাগার বিষয়ক সম্পাদক মাহবুব হক রাফা, সহ-সম্পাদক তানজিলুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক রাকিবুল হাসান শাওন সহ অন্যান্য হলের নেতাকর্মীরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড