• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিপ্রবি স্পোর্টস সাস্ট এর নেতৃত্বে দিদার-জাকারিয়া

  শাবিপ্রবি প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, ০০:০৯
স্পোর্টস সাস্ট এর নতুন কমিটি
শাবিপ্রবি স্পোর্টস সাস্ট এর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সংগৃহীত)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিল্লুর রহমান দিদার ও সাধারণ সম্পাদক হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আল ইমরান জাকারিয়া মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সংগঠনটির ১৪তম কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক তৌফিক আল রশিদের সঞ্চালনায় এক সাধারণ সভায় ১৫তম কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি সালমান উদ্দিন, সহসভাপতি সাদমান মনির অন্তু, সাদিকুর রহমান পাপ্পু, মেহেদী হাসান রিজভী, দেবাশীষ সরকার, রনি কুমার দেব, যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল ওয়াহিদ রিস্তি, সিমুন ইসলাম রাজু, তুষার ইমরান, চিফ পাবলিক রিলেশন এক্সিকিউটিভ শাহরিয়ার হাসান পরশ, সহসাধারণ সম্পাদক তাহসিন রহমান, নাকিব উদ্দিন, শিশির চক্রবর্তী, রেজাউল হক সিজার, স্পোর্টস সাস্ট স্কুলের পরিচালক আল মতিন, সহপরিচালক সঞ্জয় সাহা, প্রিতুল রায়, পাবলিক রিলেশন এক্সিকিউটিভ তুষার, পরাগ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে গোলাম কিবরিয়া মবিন, সহসাংগঠনিক সম্পাদক মিজান, আতাহার, শুভ, কোষাধ্যক্ষ শাফায়েত জামিল সৌরভ, সহকোষাধ্যক্ষ শিহাব, অয়ন, নেহাল, মারুফ, প্রচার সম্পাদক রনি তালুকদার, সহপ্রচার সম্পাদক ইমাম, আব্দুর রহমান, খালিদ, লিয়ন, প্রিতম, প্রকাশনা সম্পাদক মেশকাত হোসেন অনিক, সহ-প্রকাশনা সম্পাদক সৈকত, নবিন কুবি, মিশকাত, তৌফিক অয়ন, দফতর সম্পাদক কামরুল ইসলাম আকাশ, সহ-দফতর আলামিন, শাহাদাত, আশিকুর, স্বপন, উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি কবিতা আক্তার মনোনীত হয়েছেন ।

উল্লেখ্য, 'জীবন গঠনের জন্য প্রতিযোগিতা' এ স্লোগানকে সামনে রেখে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে যাচ্ছে সংগঠনটি।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড