• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবি রিসার্চ সোসাইটির আয়োজনে ‘আইডিয়া কনটেস্ট-২০১৯’

  ঢাবি প্রতিনিধি

১৭ এপ্রিল ২০১৯, ১৪:১৪
ঢাবি
‘আইডিয়া কনটেস্ট-২০১৯’ (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি আয়োজিত ‘আইডিয়া কনটেস্ট-২০১৯’ অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল (বুধবার)। বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে রিসার্চ সোসাইটির তৃতীয় ব্যাচের নবীন সদস্যদের বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- ঢাবি রিসার্চ সোসাইটির মডারেটর, সুপারভাইজার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষকরা। এছাড়াও দেশ বিদেশের বরেণ্য গবেষকরাও উপস্থিত থাকবেন।

এই কনটেস্টে অংশ নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা। দৈনন্দিন জীবনের যে কোনো ব্যক্তিগত ও সামাজিক সমস্যা সমাধানের উপায় সম্বলিত নিজ নিজ আইডিয়া সাবমিট করতে পারবে এই প্রতিযোগিতায়।

আয়োজনে অংশগ্রহণ করতে নিম্নোক্ত নিয়মাবলি অনুসরণ করতে হবে-

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যায়নরত সকল শিক্ষার্থী এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারবে

২. ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নিবন্ধিত নতুন ও পুরাতন সকল সদস্য এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারবে

৩. আইডিয়া ব্যক্তিগত ও দলীয় দুই ক্যাটাগরিতে সাবমিট করা যাবে। দলীয় আইডিয়ার ক্ষেত্রে ২-৩ জন সদস্য নিয়ে গঠিত টিম থাকতে হবে

৪. আইডিয়া মৌলিক হতে হবে। কোনো ধরনের নকলকৃত আইডিয়া গ্রহণযোগ্য হবে না

৫. আইডিয়া হতে হবে ৩০০-৬০০ শব্দের মধ্যে

৬. বাংলা এবং ইংরেজি যে কোনো ভাষায় আইডিয়া সাবমিট করা যাবে

৭. কিছু বাছাই করা আইডিয়া ২৪ এপ্রিল, ২০১৯ টিএসসি অডিটোরিয়ামে সরাসরি উপস্থাপন করা হবে

৮. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করে এরূপ আইডিয়া প্রাধান্য পাবে

৯. আইডিয়াটি পাওয়ার পয়েন্ট স্লাইড ও লিখিত ডকুমেন্ট আকারে পাঠাতে হবে

১০. আইডিয়ার সঙ্গে অবশ্যই নিজের ও টিমের নাম, পরিচয় এবং ছবি যোগ করতে হবে

প্রতিযোগিতার পদ্ধতি হবে নিম্নরূপ -

প্রতিযোগিতাটি দুটি অংশে বিভক্ত হবে।

১. প্রাথমিক নির্বাচন এবং ২. চূড়ান্ত নির্বাচন

প্রস্তাবনাগুলোর গুরুত্ব ও লেখার মানের ওপর নির্ভর করে প্রাথমিকভাবে প্রস্তাবিত কয়েকটি প্রস্তাবনা নির্বাচন করা হবে। যারা প্রাথমিকভাবে নির্বাচিত হবেন যথাসময়ে তাদের জানানো হবে। তারপর নির্বাচিত অংশগ্রহণকারীরা টিএসসি অডিটোরিয়ামে বিচারকদের সম্মুখে আইডিয়া উপস্থাপনের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে নির্বাচিত অংশগ্রহণকারীদের ২০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। শুধু চূড়ান্ত প্রতিযোগিতায় নির্বাচিতদের পুরস্কৃত এবং প্রত্যয়িত করা হবে। গুরুত্বপূর্ণ আইডিয়াগুলো দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।

আইডিয়া সাবমিটের সময়সীমা : ২০ এপ্রিল রাত ৮টার মধ্যে। আইডিয়া পাঠানোর ঠিকানা : [email protected]

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড