• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  ইবি প্রতিনিধি

১৬ এপ্রিল ২০১৯, ২২:২৫
বক্তব্য রাখছেন ইবি উপাচার্য
কর্মশালায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন ইবি উপাচার্য (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির উদ্যোগে 'এসো যুক্তির চোখে বিশ্ব দেখি' স্লোগানে বিতর্ক, শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিবেটিং সোসাইটির ইমরান শুভর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী বলেন, 'বিতর্কে অংশগ্রহণ করে নিজেকে উপস্থাপনা করা একটি শৈল্পিকতা এবং শ্রেষ্ঠ একটি শিল্প। বিতর্ক কেবল মাত্র জানার পরিধিকেই বাড়ায় না পাশাপাশি নিজেকে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলে।'

তিনি বলেন, 'ডিবেটিং সোসাইটিকে আমি নতুনভাবে সাজিয়ে আরও বেগবান ও গতিশীল করতে চাই। তথ্য প্রযুক্তির এই যুগে যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি সমৃদ্ধ ও বুদ্ধিমান।'

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান বলেন, 'আজকের এই কর্মশালাকে তোমরা যদি কাজে লাগাও তবে যুক্তিবাদী মানুষ ও আলোকিত মানুষ হওয়া যাবে।'

তিনি বলেন, 'তথ্য সমৃদ্ধ সঠিক যুক্তি দিয়ে তোমরা তোমাদের মেধাকে শাণিত করবে এবং সমাজে বুকে বিবেকবান ও প্রগতিবাদী মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে।'

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নিউজ অ্যান্ড কার্টাসের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মিঠুন মোস্তাফিজ, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহ্বায়ক শাহাদৎ হোসেন নিশান ও সদস্য-সচিব মুনমুন সুলতানা অন্তরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড